স্টাফ রিপোর্টার
লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থসহায়তা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের দাবিতে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কামারজানি শাখা।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কামারজানি শাখার নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তরা বলেন, লকডাউনের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য কোন ধরণের সহায়তা প্রদান করার উদ্যোগ সরকারের নাই। এটা অত্যন্ত অমানবিক। সেইসাথে তারা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান এবং গাইবান্ধা জেনালের হাসপাতালে পর্যান্ত অক্সিজেন সরবরাহসহ সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করে সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।