স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সদর উপজেলার কামারাজী ইউনিয়নের কামারজানী বাজার থেকে আজ দুপুরে ২৩৫ পিছ ইয়াবাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব ১৩ গাইবান্ধা টিম। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মাহমুদ বশির আহমেদ। ফ্লাইট লেফটেন্যান্ট ( মিডিয়া) র্যাব ১৩ গাইবান্ধা সিপিসি ৩।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার সিপিসি ৩ র্যাব ১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে র্যাব ১৩ একটি চৌকস টিম গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কামারজানী বাজারে অভিযান চালিয়ে ২৩৫ পিছ ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীদেরকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে। আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মোঃ সানোয়ার হোসেন (৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর হোসেন (২৯)।
এব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।